
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় হামলাকারীকে বহনকারী মোটরসাইকেলের চালক হিসেবে চিহ্নিত আলমগীর শেখের পারিবারিক পরিচয় সম্পর্কে নতুন তথ্য সামনে এসেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আলমগীর শেখের নানার বাড়ি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়নের শ্রীচন্দ্রপুর গ্রামে অবস্থিত। ওই গ্রামে তার আত্মীয়স্বজনের বসবাস রয়েছে বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন। আলমগীর শেখের মামার নাম ওয়াজেদ বলেও জানা গেছে।
উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনাটি দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ঘটনার পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনী হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তৎপরতা জোরদার করেছে। হামলার পেছনের মূল উদ্দেশ্য, পরিকল্পনা এবং সম্ভাব্য সহযোগীদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। তারা দ্রুত তদন্ত সম্পন্ন করে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।